এহসানুল হক, হাড়োয়া:-মাত্র এক ঘন্টার নোটিশে হাড়োয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমানে পুর্ত ও পরিবহনের কর্মধ্যক্ষ আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে চা চক্রে হাজার হাজার মানুষের ঢল নামে এদিন হাড়োয়ার বকজুড়ি অঞ্চলে মাজমপুর মোড়ে ,এদিনের চা চক্রে উপস্হিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী,জেলা তৃনমূল কংগ্রেসের বলিষ্ট নেতা বাদল দা,ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃনমূল ছাত্র পরিষধের সভাপতি বানীব্রত চক্রবর্তী প্রমুখ। জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী বলেন খালেক মোল্লাকে আমি দীর্ঘদিন চিনি, খালেক দার সঙ্গে জনগনের যে নিবিড় সম্পর্ক এটা জেলা থেকে রাজ্য সর্বত্র প্রমানিত,খালেক দা দলের বড় একটা সম্পদ,বাংলা ও দেশকে বাঁচাতে ২০২১ এর বিধানসভায় দিদিকে আবার বাংলার মুখ্যমন্ত্রী আমাদের করতেই হবে।
তাই আমি খালেক দাকে অনুরোধ করব আগামী দিনে আপনাকে বড় ভুমিকা পালন করতে হবে। উপস্হিত হাজার হাজার দলের কর্মিদের সামনে দেবরাজ চক্রবর্তী বলেন, আজকে শুধুমাত্র একটা চা চক্রে এই হাজার হাজার মানুষের উপস্হিতি আমরা অবিভূত ও আপ্লুত,তিনি আরো বলেন খালেক দার নেতৃত্বে হাড়োয়া তৃনমূল কংগ্রেসের ঐতিহাসিক সভা করব আমি।