|
---|
ওয়েবডেস্ক,কলকাতা:
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে গত ২৪ মে থেকে চিকিত্সাধীন ছিলেন তমোনাশ৷ আজ অর্থাত্ বুধবার সকালে কার্ডিয়াক অ্যাটাক হয়৷ তারপর মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর৷ বয়স হয়েছিল ৬০ বছর৷
তমোনাশ ঘোষ ফলতার বিধায়ক ছিলেন৷ ২০০১ সালে প্রথমবার ফলতা থেকে জয়ী হন৷ তৃণমূলের অত্যন্ত দুঁদে নেতাদের মধ্যে একজন ছিলেন তিনি৷ ২০১১ সাল থেকে টানা বিধায়ক ছিলেন তমোনাশ ঘোষ৷ তাঁর বাড়ি কালীঘাটে৷